thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

হাত হারানো রাজীবকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

২০১৮ এপ্রিল ০৪ ১২:৩৭:৪৮
হাত হারানো রাজীবকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

দ্য রিপোর্ট প্রতিবেদক : দুই বাসচালকের রেষারেষিতে তিতুমীর কলেজের ছাত্র রাজীবের হাত হারানোর ঘটনায় ১ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে রাজীবের চিকিৎসার সমস্ত ব্যয় বহনের জন্য বিআরটিসি কর্তৃপক্ষ ও স্বজন পরিবহনের মালিককে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৪ এপ্রিল) বিচারপতি সালমা মাসুদ চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রুল জারি করে এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

গত মঙ্গলবার দুপুরে কারওয়ান বাজার সার্ক ফোয়ারার কাছে পাল্লাপাল্লি করে যাওয়ার সময় দ্রুতগতির একটি বাসের ধাক্কায় আরেক বাসের যাত্রী রাজিব হোসেন নামে সরকারি তিতুমীর কলেজের এক ছাত্রের ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। রাজীব হোসেন তিতুমীর কলেজের স্নাতক (বাণিজ্য) দ্বিতীয় বর্ষের ছাত্র। রাজীব যাত্রাবাড়ীর মিরহাজারিবাগের একটি মেসে থাকেন। বাবা-মা নেই। তিন ভাইয়ের মধ্যে সে সবার বড়। পড়ালেখার পাশাপাশি একটি প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর হিসেবে নিজের ও ছোট দুই ভাইয়ের খরচ চালাতেন।

ট্রাফিক পুলিশের পরিদর্শক আনোয়ার কবীর জানান, বেলা দেড়টার দিকে বাংলামোটর থেকে ফার্মগেটমুখী একটি দোতলা বিআরটিসি বাস সার্ক ফোয়ারার কাছে পান্থকুঞ্জের পাশে সিগনালে থামে। একই দিক থেকে আসা স্বজন পরিবহনের একটি বাস দ্রুতগতিতে দোতলা বাসের পাশের ফাঁক দিয়ে ঢুকে সামনে যাওয়ার চেষ্টা করে। এতে দুই বাসের ঘষায় রাজিব হোসেনের ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। হাতটি দোতলা বাসের সঙ্গে লেগে ঝুলেছিল। পরে রাজীবকে দ্রুত পান্থপথের শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। দোতলা বাসের চালক ওয়াহিদকে আটক করা হলেও স্বজন পরিবহনের চালক পালিয়েছে। সেই সঙ্গে বাস দুটি জব্দ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৪, ২০১৮ )

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর