thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

বিএনপি নেতাদের দুদকে তলবে সরকারের হস্তক্ষেপ নেই

২০১৮ এপ্রিল ০৪ ১৩:৩৮:৫৫
বিএনপি নেতাদের দুদকে তলবে সরকারের হস্তক্ষেপ নেই

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির শীর্ষস্থানীয় ৮ নেতাকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলবের ব্যাপারে সরকারে কোনো হস্তক্ষেপে নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (৪ এপ্রিল) ধানমন্ডির প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে মুবিজনগর দিবস পালন উপলক্ষে আওয়ামী লীগের প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দুদক একটি স্বাধীন প্রতিষ্ঠান, স্বাধীনভাবে কাজ করছে। অতীতে কোনো সরকারের সময় রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারেনি।

তিনি আরো বলেন, আমাদের একজন এমপিকেও দুদক তলব করেছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একজন সদস্য ও সাবেক মন্ত্রী দুদকের মামলায় হাজিরা দিচ্ছেন। সরকার তো কোনো হস্তক্ষেপ করেনি।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির ৮ নেতাকে দুদক তলব করলো আর অভিযোগ করা হচ্ছে সরকারের হস্তক্ষেপ আছে। আসলে বিএনপি কথায় কথায় সরকারের হস্তক্ষেপ আবিষ্কার করে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৪, ২০১৮ )

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর