thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নেতা নিহত

২০১৮ এপ্রিল ০৫ ০৯:৫৩:২১
কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নেতা নিহত

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীর কয়া এলাকার গড়াই নদীর চড়ে র‌্যাবের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নেতা কুদ্দুস ওরফে সাগর (৪২) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ এপ্রিল) ভোররাত ৪টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাবের দাবী নিহত কুদ্দুস নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) আঞ্চলিক প্রধান। তিনি রাজবাড়ী জেলার উড়াকান্দা গ্রামের মৃত তারক আলীর ছেলে।

আহত হয়েছেন- র‌্যাবের এএসআই তহুরুল ইসলাম ও কনস্টেবল রশিদুল আলম।

ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ১টি বন্দুক, ২টি পিস্তল ও ১৩ রাউন্ড গুলি। এ ঘটনায় আহত হয়েছে র‌্যাবের ২ সদস্য।

কুষ্টিয়া র‌্যাব ১২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহাইমিনুল হক জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া এলাকার গড়াই নদীর চড়ে একদল সন্ত্রাসী নাসকতা করার জন্য গোপন বৈঠক করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম সেখানে অভিযানে গেলে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ করে গুলি ছোড়ে। জবাবে র‌্যাবও পাল্টা গুলি চালালে একপর্যায়ে সন্ত্রাসী দল পিছু হটে। এ সময় কুদ্দুস ওরফে সাগর নামের এক ব্যাক্তি গুলিবিদ্ধ হলে র‌্যাব তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ বন্দুকযুদ্ধের ঘটনায় র‌্যাবের এএসআই তহুরুল ইসলাম, কনস্টেবল রশিদুল আলম আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ১টি বন্দুক, ২টি পিস্তল ও ১৩ রাউন্ড গুলি। নিহত কুদ্দুস ওরফে সাগর নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) আঞ্চলিক প্রধান।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর