thereport24.com
ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৫ রজব 1446

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাকড

২০১৮ এপ্রিল ০৫ ১০:০৩:১১
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাকড

শাবিপ্র প্রতিনিধি : সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট হ্যাকারের কবলে পড়েছে।

বুধবার (৪ এপ্রিল) রাতে একজন হ্যাকার সাইটটি তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।

সামাজিক যোগাযোগমাধ্যম বুধবার গভীর রাতে ফেসবুকে লুলয সেক নামে একটি আইডি থেকে ইংরেজিতে পোস্টে বলা হয়, ‘নিরাপত্তা? এটা একটা বিভ্রম! সাস্টের অফিশিয়াল ওয়েবসাইট ডাউন করা হয়েছে। আমি কে? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের।’

ওয়েবসাইটটিতে অনেকে ঢুকে দেখেন, হোমপেজে বিভিন্ন কথাবার্তা লেখা। পাশাপাশি ওয়েবসাইটটিতে ঢুকলে কিছুক্ষণ পর বাজনা বাজছে।

সকালে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ও তথ্যকেন্দ্রের তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপক এস এম খায়রুল আক্তার চৌধুরী গণমাধ্যমকে জানান, তারা বিষয়টি খেয়াল করেননি। কিছু সময় পরে তিনি তা দেখে জানাবেন।

সকাল পৌনে নয়টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েবসাইটটি হ্যাক অবস্থায় ছিল।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর