thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

খুলনায় নিখোঁজ বিএনপি নেতা রামুতে উদ্ধার

২০১৮ এপ্রিল ০৫ ১১:১০:১২
খুলনায় নিখোঁজ বিএনপি নেতা রামুতে উদ্ধার

খুলনা ব্যুরো : খুলনা জেলা বিএনপির ধর্মবিষয়ক সহসম্পাদক ও মাদ্রাসা শিক্ষক নজরুল ইসলাম মোড়লকে কক্সবাজারের রামু উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ এপ্রিল) সকালে খুলনা জেলা পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন মোল্লা গণমাধ্যমে জানান, মোবাইল ট্র্যাকিং করে নজরুল ইসলামের সন্ধান পাওয়া গেছে। তাকে খুলনায় নিয়ে আসতে ডুমুরিয়া উপজেলা থেকে পুলিশের একটি দল এরই মধ্যে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছে।

নজরুল ইসলামকে খুলনায় নিয়ে আসার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানান পুলিশ সুপার।

গত ১৭ মার্চ শনিবার রাতে ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় নজরুল ইসলামের ব্যবহৃত টুপি ও মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। তার পর থেকেই তাঁর কোনো খোঁজ মিলছিল না। ওই দিন রাতেই নজরুলের স্ত্রী তানজিলা খানম একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডিতে বলা হয়, জনৈক হালিমের কাছ থেকে মোটরসাইকেল ভাড়া নিয়ে নিজেই তা চালিয়ে মঙ্গলকোট যাচ্ছিলেন। সেদিন রাত ৮টার দিকে বেতাগ্রাম ফিডার রোড়ে এলাকাবাসী পরিত্যক্ত অবস্থায় নজরুলের টুপি ও মোটরসাইকেল পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দেন।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর