thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

মস্কোকে হারিয়ে সেমির পথে আর্সেনাল

২০১৮ এপ্রিল ০৬ ১০:০৩:৫৩
মস্কোকে হারিয়ে সেমির পথে আর্সেনাল

দ্য রিপোর্ট ডেস্ক : উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল পর্বের প্রথম লেগের ম্যাচে রাশিয়ান ক্লাব সিএসকেএ মস্কোকে ৪-১ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল।

এই জয়ের ফলে সেমিফাইনালে উঠার পথে অনেক দূর এগিয়ে গেল এই ইংলিশ ক্লাব। আগামী ১২ এপ্রিল ফিরতি লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার রাতে এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে শুরুতেই এগিয়ে যায় আর্সেনাল। ম্যাচের বয়স যখন মাত্র নয় মিনিট তখন অ্যারোন রামসের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি। এরপর ১৫তম মিনিটে সমতায় ফেরে সিএসকেএ মস্কো। ২৫ গজ দূর থেকে দারুণ এক ফ্রি কিকে মস্কোকে সমতায় ফেরান গোলোভিন।

তবে বেশিক্ষণ সমতা ধরে রাখতে পারেনি রাশান ক্লাবটি। দ্রুতই খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় আর্সেনাল। ২৩তম মিনিটে আলেকসান্দ্রে লাকাজেত্তে পেনাল্টি থেকে গোল করে আর্সেনালকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।

ডি-বক্সের ভেতর ফাউলের শিকার হয়েছিলেন মেসুত ওজিল। ২৮তম মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন রামসে। আর ৩৫তম মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন লাকাজেত্তে। ম্যাচের বাকি সময়ে কোনো গোল না হওয়ায় ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

৬৭তম মিনিটে হ্যাটট্রিকের সুবর্ণ সুযোগ নষ্ট করেন লাকাজেত্তে। আলেক্স আইওবির পাস গোলমুখে পেয়েও লক্ষ্যভেদে ব্যর্থ হন তিনি। খানিক পর পোস্টে বল মেরে একই সুযোগ হারান রামসে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

ফুটবল এর সর্বশেষ খবর

ফুটবল - এর সব খবর