thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ 25, ৪ চৈত্র ১৪৩১,  ১৮ রমজান 1446

চীনা পণ্যে আরো ১০০ বিলিয়ন ডলার শুল্কারোপের নির্দেশ

২০১৮ এপ্রিল ০৬ ১০:২৫:৪৭
চীনা পণ্যে আরো ১০০ বিলিয়ন ডলার শুল্কারোপের নির্দেশ

দ্য রিপোর্ট ডেস্ক : চীনা পণ্যের ওপর নুতন করে ১০০ বিলিয়ন ডলার কর আরোপ করার নির্দেশনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত সপ্তাহে চীন ১০৬টি মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার (৫ এপ্রিল) ট্রাম্প এই নির্দেশণা দিয়েছেন বলে সিএনএন জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, চীনের মূল লক্ষ্য হচ্ছে নানা কারসাজি করে শুধু পণ্য বিক্রি করা যার পরিণতিতে যুক্তরাষ্ট্রের শত শত শিল্প-কারখানা বন্ধ হয়ে গেছে এবং লাখ লাখ মানুষ চাকরি হারিয়েছে। চীনের ওপর চাপ সৃষ্টি করেতে গত মাসে বিদেশ থেকে আমদানি করা স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্কের হার বাড়ানো নির্দেশ দেন ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় সোমবার শুকরের মাংস ও ওয়াইনসহ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ১২৮টি পণ্যের ওপর শুল্ক আরোপ করে চীন।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ট্রাম্প চীনের পাল্টা পদক্ষেপকে ‘অন্যায্য’ বলে উল্লেখ করে বলেছেন, ‘তাদের অসদাচরণের প্রতিকার না করে চীন আমাদের কৃষক ও উপৎপাদনকারীদের ক্ষতি করাকেই বেছে নিয়েছে।’

তিনি বলেন, ‘চীনের অন্যায্য পাল্টা ব্যবস্থার পরিপ্রেক্ষিতে আমি ইউএসটিআরকে (মার্কিন বাণিজ্য প্রতিনিধি) ৩০১ ধারা অনুযায়ী ১০০ বিলিয়ন ডলার অতিরিক্ত শুল্ক আরোপ করা বিবেচনার নির্দেশনা দিয়েছি। যদি সেটা করা যায় তাহলে তাদের কোন কোন পণ্যের ওপর শুল্কারোপ করা যায়, তা চিহ্নিত করতে বলেছি।’

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর