thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

খালেদার স্বাস্থ্য ভালো নেই, তবে মনোবল শক্ত

২০১৮ এপ্রিল ০৬ ২১:৩৮:৩১
খালেদার স্বাস্থ্য ভালো নেই, তবে মনোবল শক্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য খুব ভালো নেই, তবে মনোবল অত্যন্ত শক্ত রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে না। অবিলম্বে ব্যক্তিগত চিকিৎসকদের তাঁর (খালেদা জিয়া) সঙ্গে দেখা করতে দেওয়া জরুরি। কারণ সত্যিকার অর্থে তিনি স্বাস্থ্য সমস্যায় পড়েছেন।

শুক্রবার (৬ এপ্রিল) বিকেল পৌনে ৬টার দিকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে বিকেল পৌনে চারটার দিকে তিনি খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আসেন।

মির্জা ফখরুল বলেন, সরকারের পক্ষ থেকে কয়েকজন বিশেষজ্ঞ এসেছিলেন। কিছু পরীক্ষার কথা বলেছেন। কিন্তু আমরা মনে করি যারা উনার নিয়মিত চিকিৎসা করতেন তাদের দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা দরকার।

তিনি আরও বলেন, শারীরিকভাবে বেগম খালেদা জিয়া ভেঙ্গে পড়লেও তার মনোবল অত্যন্ত শক্ত রয়েছে। উনি আমাদের চেয়ে শক্ত মনের মানুষ। বেগম জিয়া বারবার আমাকে বলেছেন, আমার জন্য আপনারা ভাববেন না। আমি ভালো আছি, শক্ত আছি। এসব ছোটখাটো সমস্যা আমাকে দমাতে পারবে না।

উল্লেখ্য, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছর এবং তারেক রহমানসহ বাকি আসামিদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেন আদালত।

রাজধানীর বকশীবাজারের কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত বিশেষ জজ আদালত এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে খালেদা জিয়া ছাড়া বাকি আসামিদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানা করা হয়েছে।
রায়ের পর পরই খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে খালেদা জিয়া কারাগারে আছেন।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর