thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

২ সিটি নির্বাচনে বিএনপিকেই সমর্থন দেবে ২০ দল

২০১৮ এপ্রিল ০৬ ২২:১৫:৫১
২ সিটি নির্বাচনে বিএনপিকেই সমর্থন দেবে ২০ দল

দ্য রিপোর্ট প্রতিবেদক : আসন্ন গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ২০ দলীয় জোট।

শুক্রবার (৬ এপ্রিল) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জোটের শীর্ষনেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান জোটের শরিক বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া।

২০ দলীয় জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে সন্ধ্যা সাতটায় বৈঠক শুরু হয়। চলে রাত নয়টা পর্যন্ত।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জোটের বৈঠক শুরু হয়। রাত ৯টার দিকে বৈঠকটি শেষ হয়।

দুই সিটির জন্য ২০ দলীয় জোটের নেতাদের নিয়ে পৃথক সমন্বয় কমিটি গঠন করা হবে। তারা প্রচারণা থেকে শুরু করে সামগ্রিক নির্বাচনী কর্মকাণ্ড সমন্বয় করবেন।

সূত্র জানায়, প্রার্থী চূড়ান্ত হওয়ার পর এই সমন্বয় কমিটির প্রধান ও সদস্যদের নাম ঘোষণা করা হবে।

বৈঠকে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে শরিক জামায়াতে ইসলামী মেয়র পদে প্রার্থী দিয়েছে, বিষয়টি আলোচনায় আসে।

এ সময় জোটের পক্ষ থেকে দলটিকে তাদের প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ জানানো হয়। তবে এ বিষয়ে জামায়াত তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত জানায়নি।

বৈঠকে জামায়াতের প্রতিনিধি তাদের সিনিয়র নেতাদের সঙ্গে আলাপ করে পরে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বলে মত দেন।

এছাড়া বৈঠকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরও জোরদার এবং তাতে জোটের শরিক দলগুলোর সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।

জোটের বৈঠকে আরও উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আবদুল হালিম, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমান, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপের চেয়ারম্যান মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, জাগপার রেহেনা প্রধান, বিজেপির সাধারণ সম্পাদক আবদুল মতিন সৌদ, লেবার পার্টির (একাংশ) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, অপর অংশের এমদাদুল হক চৌধুরী, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মুনি, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, জমিয়তে ওলামার মহিউদ্দিন ইকরাম, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ।

বৈঠকে দুই সিটির নির্বাচন ছাড়াও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং খালেদা জিয়ার মুক্তিতে করণীয় বিষয়ে নেতারা আলোচনা করেন।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর