thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

দিনাজপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

২০১৮ এপ্রিল ০৭ ১০:২৫:২০
দিনাজপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শহরে আখি মনি (৩০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (৬ এপ্রিল) দিবাগত রাতে শহরের চাউলিয়াপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

আখি মনি একই এলাকার মো. শাহজাদার মেয়ে।

দিনাজপুর কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, শুক্রবার রাতে পারিবারিক কলহের জের ধরে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে পরিবারের অন্য সদস্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহতের গলায় দাগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর