thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পাদনে সবার সহযোগিতা প্রয়োজন

২০১৮ এপ্রিল ০৭ ১৩:৪২:০৯
সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পাদনে সবার সহযোগিতা প্রয়োজন

সিলেট প্রতিনিধি : এইচএএসসি ও সমমানের বাকি পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে সম্পাদনে সবার সহযোগিতা চেয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শনিবার (৭ এপ্রিল) সিলেটের এম সি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে সবাইকে সহযোগিতা করতে আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠানে যেসব কৌশল ও পদ্ধতি গ্রহণ করা হয়েছে, তা কার্যকর হওয়ায় এবং সবার সহযোগিতায় সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠান সম্ভব হচ্ছে।

শনিবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত পরীক্ষা কেন্দ্রে অবস্থান করে পরীক্ষা গ্রহণের সার্বিক ব্যবস্থাপনা প্রত্যক্ষ করেন। এ সময় সব পরীক্ষার্থী সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে।

পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে এসএমএসের মাধ্যমে কোন সেটে পরীক্ষা হবে তা কেন্দ্রসচিবকে জানানো হয়। সেই অনুযায়ী উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সামনে প্রশ্নের প্যাকেট খোলা হয়।

তিনি বলেন, জাতির বৃহত্তর স্বার্থে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলার জন্য সবাইকে সচেতন হতে হবে।

পরে শিক্ষামন্ত্রী উপজেলার আরো কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর