thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

মাগুরায় গ্রাসবাসীর সংঘর্ষ, প্রতিপক্ষকে কুপিয়ে হত্যা

২০১৮ এপ্রিল ০৭ ১৪:২০:২২
মাগুরায় গ্রাসবাসীর সংঘর্ষ, প্রতিপক্ষকে কুপিয়ে হত্যা

মাগুরা প্রতিনিধি : মাগুরায় এলাকায় আধিপত্য বিস্তারের জেরে দুই দল গ্রাসবাসীর সংঘর্ষের সময় একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

শনিবার (৭ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার কাবিলপুর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নিহত আনিস মোল্লা (৩৫) শ্রীপুর উপজেলার মর্তুজাপুর গ্রামের হারু মোল্লার ছেলে। প্রতিপক্ষ হিসেবে আনিস কাবিলপুর যান বলে পুলিশ জানিয়েছে।

শ্রীপুর থানার ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, কাবিলপুর গ্রামের মাতব্বর পবন মিয়া ও কাজলী ইউনিয়ন পরিষদ সদস্য হান্নানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারের বিরোধ চলে আসছে। এর জেরে গত ৭ মার্চ আনিস ও তার সহযোগীরা উইলিয়াম নামে একজনের দুই পা কেটে বিচ্ছিন্ন করেন বলে অভিযোগ রয়েছে। এর পর তাদের মধ্যে উত্তেজনা বাড়ে। শনিবার সকালে উভয় পক্ষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। এ সময় সংঘর্ষ বাধলে আনিসকে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করা হয়।

এছাড়া সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানান ওসি মাহাবুবুর।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর