thereport24.com
ঢাকা, শনিবার, ৪ মে 24, ২১ বৈশাখ ১৪৩১,  ২৫ শাওয়াল 1445

গাড়ি চাপায় জার্মানিতে নিহত ৪

২০১৮ এপ্রিল ০৭ ২৩:৫১:১৩
গাড়ি চাপায় জার্মানিতে নিহত ৪

দ্য রিপোর্ট ডেস্ক: জার্মানির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মুনস্টারে পথচারীদের ওপর একটি গাড়ি তুলে দেয়ার পর এ পর্যন্ত অন্তত চার জন নিহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছে আরও অন্তত তিরিশ জন। খবর বিবিসির।


আহতদের অন্তত ছয় জনের অবস্থা সংকটজনক।
জার্মানির পুলিশ বলছে, যে ভ্যানগাড়ী চালক এই কাজ করেছে, সে ঘটনার পর আত্মহত্যা করে।
ঘটনাটিকে একটি 'হামলা' হিসেবে উল্লেখ করা হচ্ছে। জার্মান পুলিশ এখনো পর্যন্ত এটিকে 'সন্ত্রাসবাদী হামলা' বলে বর্ণনা করেনি।

একটি ছবিতে দেখা গেছে মুনস্টার শহরের পুরোনো অংশে খোলা আকাশের নীচে একটি রেস্টুরেন্টের মাঝখানে এই গাড়িটি। চারপাশে গাড়িটির ধাক্কায় ভেঙ্গে পড়া টেবিল চেয়ার।
পুরো এলাকাটি পুলিশ ঘিরে রেখেছে।
২০১৬ সালে জার্মানির রাজধানী বার্লিনে ক্রিসমাসের মার্কেটে জনতার ভিড়ের মধ্যে একটি ট্রাক তুলে দেয়া হয়েছিল। ঐ ঘটনায় নিহত হয়েছিল ১২ জন।
সেবারের ঘটনাটি ঘটিয়েছিল এক তিউনিসিয়ান অভিবাসী আনিস আমরি। জার্মানিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন জানিয়ে সে ব্যর্থ হয়েছিল। তার সঙ্গে ইসলামী জঙ্গীদের সম্পর্ক ছিল।

টিআইএম/৭ এপ্রিল,২০১৮

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর