thereport24.com
ঢাকা, রবিবার, ৫ মে 24, ২১ বৈশাখ ১৪৩১,  ২৬ শাওয়াল 1445

ট্রাম্প টাওয়ারে আগুন, নিহত ১

২০১৮ এপ্রিল ০৮ ০৯:২৮:৩২
ট্রাম্প টাওয়ারে আগুন, নিহত ১

দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ারে আগুন লেগে একজন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন ৪ দমকলকর্মী। বহুতল ভবনটির ৫০তম তলায় আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলকর্মীরা।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিউইয়র্কের ফায়ার ডিপার্টমেন্ট এ তথ্য জানিয়েছে। খবর- বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, টাওয়ারের ওর থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। একজন কর্মী গুরুতর দগ্ধ হয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্কের ফায়ার ডিপার্টমেন্ট। এছাড়া তিনজন দমকলকর্মীও আগত য়েছেন।

এই ভবনেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বাড়ি ও অফিস রয়েছে। তবে তিনি এখন ওয়াশিংটনে অবস্থান করছেন।

বিবিসি জানায়, বহুতল ভবনের ৫০তম তলায় আগুনের সূত্রপাত। সেখানে বাড়ি ও অফিস রয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ছয়টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন লাগা ৪৫ মিনিট পর একটি টুইট করেন ট্রাম্প। তিনি বলেন, ভবনটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো। তাই তিনি নির্ভার রয়েছেন।

ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের এক মুখপাত্র বলেন, তিনি ও তার ছেলে ব্যারনও এই মুহূর্তে ওয়াশিংটনে আছেন।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর