thereport24.com
ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি 25, ২০ মাঘ ১৪৩১,  ৩ শাবান 1446

আশুলিয়ায় ভবনে বিস্ফোরণ, দগ্ধ ৩

২০১৮ এপ্রিল ০৮ ১২:১৪:২৩
আশুলিয়ায় ভবনে বিস্ফোরণ, দগ্ধ ৩

সভার প্রতিনিধি : সাভার আশুলিয়ার ভাদাইলে একটি দু’তলা ভবনের নিচ তলায় বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় আরও আহত হয়েছেন কমপক্ষে ৯ জন।

রবিবার (৮ এপ্রিল) ভোর ৫টার দিকে ভাদাইল এলাকার শেখ মোহাব্বত আলীর মালিকানাধীন বাড়িতে এ ঘটনা ঘটে।

গ্যাস লাইনের ত্রুটি থেকে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন উদ্ধারকারীরা।

আহতরা হলেন, আলমগীর হোসেন, তার স্ত্রী আফরোজা বেগম ও তাদের ১৪ বছর বয়সী ছেলে আলামীন। তাদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আশুলিয়া থানার ওসি আব্দুল আউয়াল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে রয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো বাড়িটি ঘিরে রেখেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর