thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ 25, ২৭ ফাল্গুন ১৪৩১,  ১১ রমজান 1446

টাঙ্গাইলে শ্রমিক নেতা আমিনুল হত্যায় একজনের মৃত্যুদণ্ড

২০১৮ এপ্রিল ০৮ ১৩:৩০:১০
টাঙ্গাইলে শ্রমিক নেতা আমিনুল হত্যায় একজনের মৃত্যুদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি : বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির (বিসিডব্লিউএস) সংগঠক এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিনুল ইসলাম হত্যা মামলায় টাঙ্গাইলে একজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

রবিবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় টাঙ্গাইল বিশেষ জজ আদালতের বিচারক ওয়াহেদুজ্জামান শিকদার এই আদেশ দেন।

এ সময় আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবিরা উপস্থিত ছিলেন। তবে এই মামলার একমাত্র আসামি মাগুড়া জেলার মোঃ মোস্তাফিজুর রহমান এখনো পলাতক রয়েছে। তার অনুপস্থিতিতেই আদালত এ রায় দেন।

উল্লেখ্য, ২০১২ সলের ৫ এপ্রিল সকালে টাঙ্গাইল- ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার ব্রাহ্মণশাসন এলাকা থেকে এক অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করে ঘাটাইল থানা পুলিশ। লাশটির কোন পরিচয় না পেয়ে থানা ও আঞ্জুমানে মফিদুল কর্তৃপক্ষ সেটি বেওয়ারিশ লাশ হিসেবে ৬ এপ্রিল টাঙ্গাইল গোরস্থানে দাফন করে। পরে জানা যায়, মৃত ব্যাক্তিটি সাভার-আশুলিয়ার গামেন্টস শ্রমিক নেতা আমিনুল ইসলামের। তাকে হত্যা করে এখানে ফেলে রেখে যায় অজ্ঞাতরা। পরে পরিচয় পাওয়ার পর আত্মীয়-স্বজনরা ৭ এপ্রিল তার লাশ উত্তোলন করে আমিনুল ইসলামের গ্রামের বাড়ি গাজীপুর জেলার হিজলহাটি গ্রামে নিয়ে দাফন করে। প্রথমে অজ্ঞাতনামা আসামি করে ঘাটাইল থানায় মামলা হয়। পরে এই মামলা সিআইডি তদন্ত করে চার্জশিট দেয় একমাত্র আসামি মাগুড়া জেলার মোঃ মোস্তাফিজুর রহমানকে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর