thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

যশোরে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত

২০১৮ এপ্রিল ০৯ ০৯:১২:১৪
যশোরে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত

যশোর প্রতিনিধি : যশোরে র‌্যাবের সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' আলামিন ওরফে বাবু নামে এক শিশু ধর্ষণকারী নিহত হয়েছে।

সোমবার (৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার খোলাডাঙ্গা-মণ্ডলগাতী এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত আলামিন খোলাডাঙ্গা কলোনিপাড়ার মৃত আবু কালামের ছেলে।

গত ৩০ মার্চ যশোর সদর উপজেলার চাঁচড়া দক্ষিণ পাড়ায় আট বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগ রয়েছে নিহত আলামিনের বিরুদ্ধে।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার মেজর জিয়াউর রহমান গণমাধ্যমকে জানান, সোমবার ভোর রাতে সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে একটি অভিযানিক দল মণ্ডলগাতী পৌঁছায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয় সন্ত্রাসীরা এলোপাতারি গুলিবর্ষণ করতে থাকে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলিবর্ষণ করে। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে র‌্যাব সদস্যরা আশপাশে তল্লাশি চালিয়ে রাস্তার পাশে এক ব্যক্তিকে অস্ত্রসহ আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর