thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

খুলনায়  মঞ্জু ও গাজীপুরে  হাসান  বিএনপির  প্রার্থী 

২০১৮ এপ্রিল ০৯ ২২:৪৩:৫৫

দ্য রিপোর্ট প্রতিবেদক:
খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। খুলনায় মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। আর গাজীপুরে জেলা বিএনপির সহসভাপতি ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসানউদ্দিন সরকারকে মনোনীত করেছে দলটি।

সোমবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দলটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই সিটির মেয়র পদে ওই দুই প্রার্থীর নাম ঘোষণা করেন।

এর আগে রোববার সন্ধ্যায় একই কার্যালয়ে বিএনপির মনোনয়ন বোর্ড দুই সিটিতে আগ্রহী নয়জনের সাক্ষাৎকার নেয়। সাক্ষাৎকার শেষে সোমবার রাতে দু’জনের নাম ঘোষণা করা হলো।

টিআইএম/ ৮ এপ্রিল,২০১৮

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর