thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের দ্বিতীয় রৌপ্য শাকিলের

২০১৮ এপ্রিল ১১ ০৯:৪৩:৪৯
কমনওয়েলথ গেমসে বাংলাদেশের দ্বিতীয় রৌপ্য শাকিলের

দ্য রিপোর্ট ডেস্ক : কমনওয়েলথ গেমসে এবার ৫০ মিটার পিস্তলে এসেছে আরো একটি রুপা। বাংলাদেশের পদক তালিকায় দ্বিতীয় পদক যোগ করলেন ২০১৬ সালে এসএ গেমসে স্বর্ণপদক জয়ী শাকিল আহমেদ।

এর আগে ১০ মিটার এয়ার রাইফেলে প্রথম আব্দুল্লাহ হেল বাকী রুপা জিতে সবাইকে চমকে দেন।

প্রায় ২৮ বছর পর কমনওয়েলথ গেমসের পিস্তল ইভেন্টে কোনও পদক ছিল না বাংলাদেশের। এবার সেই খরা কাটালেন শাকিল। ১৯৯০ সালে এয়ার পিস্তল ইভেন্টে আতিকুর রহমান ও আব্দুস সাত্তার নিনি স্বর্ণ জিতেছিলেন।

বুধবার (১১ এপ্রিল) বেলমন্ট শুটিং সেন্টারে ৫০ মিটার পিস্তল ইভেন্টে শাকিল আহমেদ ২২০.৫ স্কোর করে দ্বিতীয় হন। অস্ট্রেলিয়ার ড্যানিয়েল রিপাখোলি ২২৭.২ স্কোর করে স্বর্ণপদক জেতেন। আর ভারতের ওম মিতারভাল ২০১.১ স্কোর করে হন তৃতীয়।

বাছাইয়ে অবশ্য শাকিল হয়েছিলেন চতুর্থ। বাংলাদেশের অন্য প্রতিযোগী আনোয়ার হোসেন দশমস্থান লাভ করেন।

অথচ দুইদিন আগেও শাকিল হতাশ করেছিলেন। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে হয়েছিলেন ষষ্ঠ। দুইদিনের মাথায় বাকীর মতো খুলনার এই ছেলে সবাইকে চমকেই দিলেন। যদিও ফেডারেশন শেষ পর্যন্ত আশা রেখেছিল। তারই প্রতিদান দিলেন শাকিল আহমেদ।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর