thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

ফেসবুক বাঁচাতে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে : জাকারবার্গ

২০১৮ এপ্রিল ১১ ০৯:৫৯:২৪
ফেসবুক বাঁচাতে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে : জাকারবার্গ

দ্য রিপোর্ট ডেস্ক : রাশিয়ান হ্যাকারদের হাত থেকে ফেসবুককে বাঁচাতে রীতিমতো যুদ্ধ চালিয়ে যেতে হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

আর একে রাশিয়ার সঙ্গে ফেসবুকের এক ধরনের অস্ত্র প্রতিযোগিতা বলে উল্লেখ করেন তিনি।

কেমব্রিজ এনালিটিকার মাধ্যমে ব্যবহারকারীর তথ্য বেহাত হওয়ার কেলেঙ্কারি নিয়ে গতকাল মঙ্গলবার মার্কিন সিনেট কমিটির প্রশ্নের মুখে এই কথা জানান ফেসবুকের প্রধান নির্বাহী।

২০১৬ সালের মার্কিন নির্বাচনে রুশ সংশ্লিষ্টতার তদন্তে থাকা স্পেশাল কাউন্সেলর রবার্ট মুলার তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন। এ সময় কেমব্রিজ এনালিটিকা নিয়ে নানা প্রশ্ন করা হয় জাকারবার্গকে।

প্রশ্নের উত্তরের প্রাথমিক সেশনে ফেসবুক সিইও জানান, ফেসবুক সিস্টেমসহ বিশ্বের নানান দেশের গুরুত্বপূর্ণ সাইটগুলো হ্যাক করতে রাশিয়ায় লোক নিয়োগ দেওয়া হয়েছে। তবে এই হ্যাকিং থেকে বাচঁতে তাঁর কোম্পানির তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর