thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অবস্থান

২০১৮ এপ্রিল ১১ ১০:৩৬:৫৮
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অবস্থান

শাবিপ্র প্রতিনিধি : রাজধানীতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস, পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (১১ এপ্রিল) সকাল ৭টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। সেখানে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন তারা।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সিলেটের আয়োজনে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

কোটা সংস্কার বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন গণমাধ্যমকে জানান, অনির্দিষ্টকালের জন্য তাঁরা অবস্থান কর্মসূচি পালন শুরু করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর