thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

‘গুলিতে নয়, ছুরিকাঘাতে খুন হন খায়রুল’

২০১৩ নভেম্বর ০৮ ১৩:১৪:৩৩
‘গুলিতে নয়, ছুরিকাঘাতে খুন হন খায়রুল’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বুধবার রাজধানীর মতিঝিলে আওয়ামী লীগ নেতা খায়রুল আলম মোল্লা গুলিতে নয় ছুরিকাঘাতে খুন হয়েছেন বলে ময়নাতদন্ত রিপোর্টে বলা হয়েছে। বৃহস্পতিবার তার মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়্। তার স্ত্রীর বড় ভাই মাসুম মোল্লা মৃতদেহ গ্রহণ করেন।

মাসুম মোল্লা দিরিপোর্ট২৪কে জানান, খায়রুল আলমের বড় মেয়ে অরিন আলম বন্ধন অস্ট্রেলিয়া থাকায় আজ (শুক্রবার) মৃতদেহ বারডেমের হিমঘরে রাখা হবে। বন্ধন অস্ট্রেলিয়া থেকে আসার পর তার লাশ দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

ময়নাতদন্তকারী ডাক্তার অধ্যাপক সোহেল মাহমুদ জানান, তার বুকের ডান দিকে দুটি এবং পেটের ডানদিকে তিনটি ছুরিকাঘাত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্য হয়েছে ধারণা করা হচ্ছে।

(দিরিপোর্ট২৪/এস/এপি/জেএম/নভেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর