thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

‘পহেলা বৈশাখে নিরাপত্তায় কোনো হুমকি নেই’

২০১৮ এপ্রিল ১২ ১৩:১০:১৩
‘পহেলা বৈশাখে নিরাপত্তায় কোনো হুমকি নেই’

দ্য রিপোর্ট প্রতিবেদক : পহেলা বৈশাখে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

বৃহস্পিতিবার (১২ এপ্রিল) বেলা ১১টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনে হামলার বিষয়ে সাংবাদিকদরে প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, যেভাবে সিসিটিভির সার্ভার খুলে নেওয়া হয়েছে তা সাধারণ কোনো মানুষের কাজ নয়।

পহেলা বৈশাখের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, অনুষ্ঠানের নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক পোশাক পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবে। ইভটিজিং, শ্লীলতাহানীর চেষ্টা বা এই ধরণের কোনো বিষয় দেখা গেলে তাৎক্ষণিক ভ্যাম্যমান আদালত পরিচালনা করা হবে। অনুষ্ঠান বিকাল ৫টার মধ্যে শেষ করতে হবে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর