thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

কাচাঁমাল আমদানিতে অগ্রিম আয়কর প্রত্যাহার চায় এফবিসিসিআই

২০১৮ এপ্রিল ১২ ১৪:২০:০৮
কাচাঁমাল আমদানিতে অগ্রিম আয়কর প্রত্যাহার চায় এফবিসিসিআই

দ্য রিপোর্ট প্রতিবেদক : আসছে ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে মৌলিক কাচাঁমালসহ অন্যান্য আমদানি পণ্যের ওপর ৫ শতাংশ অগ্রীম আয়কর প্রত্যাহার ও করপোরেট কর হার কমানোসহ একগুচ্ছ দা‌বি জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের পারমর্শক কমিটির ৩৯তম সভায় এই প্রস্তাব করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিতত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন সা‌র্বিকভা‌বে আমদানি শুল্ক ও মুসক সম্পর্তি লি‌খিত বেশ‌ কিছু প্রস্তাব ক‌রেন। এর ম‌ধ্যে র‌য়ে‌ছে, ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমা সাড়ে ৩ লাখ টাকা, করপোরেট কর ২ দশমকি ৫ শতাংশ কমিয়ে সকল কোম্পানির করের হার ২৫ শতাংশ এবং মূসক নিবন্ধিনকারী তালিকাভুক্ত কোম্পানির কর হার ট্রেডিং কোম্পানির ক্ষেত্রে ৩৫ শতাংশ করা। ব্যক্তিগত করদাতার প্রদর্শিত নীট পরিসম্পদের ভিত্তিতে সারচার্জের শূন্য শতাংশের সীমা ৩ কোটি টাকায় বাড়া‌নোর প্রস্তাব করেন। এ ছাড়া দ্বৈত কর নী‌তি বা‌তি‌লের দা‌বি করা হয়। রপ্তানির ক্ষে‌ত্রে তৈ‌রি পোশাকের সব প‌ণ্যে ভ্যাট প্রত্যাহা‌রের দা‌বি ক‌রেন।

দেশিয় শিল্পের মৌলিক কাঁচামাল এবং রাসায়নিক জাতীয় পণ্যের ক্ষেত্রে ৫ শতাংশের পরিবর্তে ৩ শতাংশ শুল্ক স্তর নির্ধারণের প্রস্তাব করা হয়।

এ ছাড়া স্টিল ও লোহা জাতীয় পণ্য, চিনি, সিমেন্ট ক্লিংকার, পোট্রোলিয়াম জাতীয় পণ্যসহ ৪৭টি পণ্যে শুল্ক ফি প্রত্যাহার করার দা‌বি করা হয়। মিথ্যা ঘোষণায় শুল্ক ফাঁকি রো‌ধে যৌথ ক‌মি‌টি গঠন করার প্রস্তাব করা হয়।

সভায় এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলামসহ এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এফবিসিসিআইয়ের প্রাক্তন ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান‌টি যৌথভা‌বে আয়োজন করে‌ এনবিআর ও এফবিসিসিআই।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১২, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর