thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ক্রিকেট খেলা নিয়ে ছুরিকাঘাতে কিশোর নিহত

২০১৮ এপ্রিল ১৩ ১০:১৫:২২
ক্রিকেট খেলা নিয়ে ছুরিকাঘাতে কিশোর নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর খিলগাঁও বউবাজার এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাসেল রনি নামের এক কিশোর নিহত হয়েছে। সে এসএসসি পরীক্ষা দিয়েছিল।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করে।

নিহত রাসেল বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। সে খিলগাঁও পুরাতন জামে মসজিদ সংলগ্ন একটি বাসায় পরিবারের সঙ্গে থাকত।

নিহত রাসেলের বড় ভাই আবু সালেহ জানান, রাসেল খিলগাঁও সরকারি স্টাফ কোয়ার্টার স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। বাবা রাজমিস্ত্রীর কাজ করেন। তার ভাইসহ তার বন্ধুরা খিলগাঁও বউবাজার এলাকায় পুরাতন পুলিশফাঁড়ি মাঠে একই এলাকার ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলছিল। রাত ৮টার দিকে খেলা শেষ হয়। প্রতিপক্ষরা খেলায় হেরে যায়।

আবু সালেহ অভিযোগ করে বলেন, খেলায় হেরে গিয়ে তর্কাতর্কি শুরু করে। এক পর্যায়ে প্রতিপক্ষের রানা, আকাশ, সিরাজসহ কয়েকজন রাসেলের পেটে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে খিলগাঁও হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষনা করে।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়না তদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর