thereport24.com
ঢাকা, সোমবার, ৬ মে 24, ২৩ বৈশাখ ১৪৩১,  ২৭ শাওয়াল 1445

সোমালিয়ায় স্টেডিয়ামে বোমা হামলা, নিহত ৫

২০১৮ এপ্রিল ১৩ ১০:৪১:৫৮
সোমালিয়ায় স্টেডিয়ামে বোমা হামলা, নিহত ৫

দ্য রিপোর্ট ডেস্ক : সোমালিয়ায় ফুটবল খেলা চলাকালে একটি স্টেডিয়ামে বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ হামলায় আরও আহত হয়েছে আটজন।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বারাবেতে এ হামলার ঘটনা ঘটে।

দেশটির বিদ্রোহী গোষ্ঠী আল-শাবাব তাৎক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার করেছে।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় পর্যায়ের একটি ফুটবল ম্যাচ চলাকালে স্টেডিয়ামটি কানায় কানায় পূর্ণ ছিল। এ সময় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তা কর্নেল আব্দিরিজাকের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, আহতের অধিকাংশের অবস্থা গুরুতর। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আল-শাবাব বেশ কয়েক বছর ধরে সোমালিয়া সরকারকে উৎখাত করতে আন্দোলন করে আসছে। কিন্তু তাদের দমনে সোমালিয়া সরকারকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র ও আফ্রিকান ইউনিয়ন। এ জন্য প্রায়ই নিরাপত্তা বাহিনী ও বিদেশি নাগরিক কিংবা অন্যান্য স্থানে হামলা চালায় আল-শাবাবের যোদ্ধারা।

বারাবে এক সময় আল-শাবাবের শক্ত ঘাঁটি ছিল। কিন্তু পরে সোমালিয়ার সেনাবাহিনী ও আফ্রিকান ইউনিয়নের সেনারা তাদের সেখান থেকে হটিয়ে দেয়।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর