thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

বর্ষবরণ অনুষ্ঠানে ছিনতাই, ২ জনের কারাদণ্ড

২০১৮ এপ্রিল ১৪ ১২:৩০:২৯
বর্ষবরণ অনুষ্ঠানে ছিনতাই, ২ জনের কারাদণ্ড

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বর্ষবরণ অনুষ্ঠানে ছিনতাই করার অপরাধে দুই জনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে র‍্যাব-৩ এর ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৪ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছিনতাইয়ের সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন- সোহেল রানা ও রাসেল।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম গণমাধ্যমকে একথা জানিয়েছেন।

পহেলা বৈশাখে বিভিন্ন উৎসব আয়োজনকে ঘিরে রাজধানীতে র‌্যাবের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি দুটি বড় স্থানে থাকবে মোবাইল কোর্ট।

যৌন হয়রানিসহ অন্যান্য অপরাধে তাৎক্ষণিক সাজার ব্যবস্থা করতে রমনা বটমূল ও হাতিরঝিল এলাকায় র‌্যাবের মোবাইল কোর্ট থাকবে। এছাড়া সার্বিক নিরাপত্তায় র‌্যাবের হেলিকপ্টার ও সাদা পোশাকে টহলসহ বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর