thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

হকার উচ্ছেদে গুলি ছোড়া ২ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চার্জশিট

২০১৮ এপ্রিল ১৫ ১০:৪৪:০৭
হকার উচ্ছেদে গুলি ছোড়া ২ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চার্জশিট

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানে ফুটপাত থেকে হকার উচ্ছেদের সময় অস্ত্র উঁচিয়ে গুলি ছোড়ার ঘটনায় ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছেন পুলিশ।

রবিবার (১৫ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম গোলাম নবীর আদালতে এ চার্জশিট দাখিল করেন শাহবাগ থানার উপ-পরিদর্শক আকরাম হোসেন।

দুই ছাত্রলীগ নেতা হলেন- ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান।

শাহবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মাহমুদুল হাসান গণমধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৬ সালের ২৭ অক্টোবর রাজধানীর গুলিস্তানের ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদের সময় হকারদের সঙ্গে সিটি কর্পোরেশনের কর্মচারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়। এ সময় ছাত্রলীগের এই দুই নেতা অস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেন।

ওই ঘটনায় শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বাদি হয়ে একটি হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় ছাত্রলীগের ওই দুই নেতাসহ অজ্ঞাত পরিচয় ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর