thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

ড্র নিয়ে মাঠ ছেড়েছে বার্সা-সেল্তা

২০১৮ এপ্রিল ১৮ ০৯:১০:৪৬
ড্র নিয়ে মাঠ ছেড়েছে বার্সা-সেল্তা

দ্য রিপোর্ট ডেস্ক : সেভিয়ার বিপক্ষে লিওনেল মেসি ও লুই সুয়ারেস বিহীন বার্সেলোনার শুরুটা হয়েছিল ছন্দহীন। বালাইদোসে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিল তারা। ১০ জনের দলটি দুইবার এগিয়ে গিয়েও ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে।

মঙ্গলবারের এই ড্রয়ে লা লিগায় টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকল বার্সা। এদিন তারা নতুন করে আরেকটি রেকর্ড গড়েছে। লিগে এক মৌসুমে প্রথম ৩৩ ম্যাচ না হেরে রেকর্ড বইয়ে নাম লিখল কাতালান জায়ান্টরা। ১৯৭৯-৮০ মৌসুমে গড়া রিয়াল সোসিয়েদাদের রেকর্ড ভাঙল বার্সেলোনা।

৩৬ মিনিটে উসমান দেম্বেলের প্রথম লিগ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। বিরতির বাঁশি বাজার ঠিক আগে দিয়ে জনি ওত্তা সমতা ফেরান। পাকো আলকাসেরের গোলে ৬৪ মিনিটে আবার এগিয়ে যায় বার্সা। এর ৪ মিনিট আগে ফিলিপ কৌতিনিয়োর বদলি হয়ে মাঠে নামেন মেসি। অবশ্য দলের ভাগ্য বদলাতে সরাসরি অবদান রাখতে পারেননি তিনি।

শেষ ৩০ মিনিট কঠিন পরীক্ষা দিতে হয়েছে তাদের। ইয়াগো আসপাসকে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সার্জি রবের্তো। ৭১ মিনিটে ১০ জনের হয়ে যাওয়া দলের জালে আবার বল পাঠায় সেল্তা। আসপাস তার ২০তম লিগ গোল করে পয়েন্ট উদ্ধার করেন।

এই ড্রয়ে দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের (৭১) সঙ্গে ১২ পয়েন্টের ব্যবধান বাড়াল বার্সেলোনা (৮২)।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

ফুটবল এর সর্বশেষ খবর

ফুটবল - এর সব খবর