thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

সিএসআর’র আওতায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১০ লাখ টাকা প্রদান

২০১৮ এপ্রিল ১৮ ১১:১১:৩৯
সিএসআর’র আওতায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১০ লাখ টাকা প্রদান

দ্য রিপোর্ট ডেস্ক : বেসরকারী উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ২০০ শয্যার জেনারেল এন্ড ক্যান্সার হসপিটাল রিসার্চ ফাউন্ডেশন ও ডায়াবেটিস সেন্টার নির্মাণ প্রকল্পে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় দশ লাখ টাকা প্রদান করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।

মঙ্গলবার (১৭ এপ্রিল) আল-আরাফাহ্ টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ লাবু হাসপাতালটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আবদুর রহমানের নিকট এ চেক হস্তান্তর করেন।

ব্যাংকটির হেড অব পাবলিক রিলেশন্স জালাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় ব্যাংকের পরিচালক আলহাজ্জ আব্দুল মালেক, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কাজী তউহীদ উল আলম, উপব্যবস্থাপনা পরিচালক এস. এম. জাফর এবং ভাইস প্রেসিডেন্ট ও হেড অব পিআর জালাল আহমেদ উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর