thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বাগেরহাটে বাসের ধাক্কায় বাবা-মেয়ে নিহত

২০১৮ এপ্রিল ১৮ ১৩:১৫:৫৩
বাগেরহাটে বাসের ধাক্কায় বাবা-মেয়ে নিহত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বাসের ধাক্কায় আনিসুজ্জামান (৩৭) ও তার মেয়ে আনিসা (৭) নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল থাকা নিহতের স্ত্রী রোজিনা বেগম (৩৩)। তিনি খুলনা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১৮ এপ্রিল) সকাল ৯টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কে নওয়াপাড়ার কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনিসুজ্জামানের বাড়ি উপজেলা শহরে। তিনি শহরের ইসমাইল অপটিক্যাল নামে চশমার দোকান ও মিঠাপুকুরের সবুজ নার্সারির মালিক।

ফকিরহাট থানার ওসি আ.ন.ম খায়রুল আলম জানান, আনিসুজ্জামান স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে গ্রামের বাড়ি খুলনার পাইকগাছায় যাচ্ছিলেন। পথে ওই এলাকায় পেছন দিক থেকে খুলনাগামী একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে আনিসুজ্জামানের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত স্ত্রী ও মেয়েকে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আনিসাও মারা যায়।

নিহত দু'জনের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া যাত্রীবাসটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর