thereport24.com
ঢাকা, বুধবার, ১৬ জুলাই 25, ১ শ্রাবণ ১৪৩২,  ২০ মহররম 1447

জেলিফিশের জন্য বন্ধ হল পরমাণু বিদ্যুৎকেন্দ্র

২০১৩ অক্টোবর ০৮ ১৭:৩৩:৪৮
জেলিফিশের জন্য বন্ধ হল পরমাণু বিদ্যুৎকেন্দ্র
দিরিপোর্ট২৪ ডেস্ক:একটু অন্যরকম কারণে বন্ধ হয়ে গেছে সুইডেনের ওসকারসাম বিদ্যুৎকেন্দ্র। এই পরমাণু বিদ্যুৎকেন্দ্রের ঠান্ডা পানির রিজার্ভারে বাসা বেধেছে জেলিফিশ। ফলে বন্ধ হয়ে গেছে উৎপাদন।

ঠাণ্ডা পানির রিজার্ভারে প্রচুর জেলিফিশের উপস্থিতির জন্য কন্ডেনসার ঠাণ্ডা রাখার জন্য প্রয়োজনীয় জল আর সরবরাহ করা যাচ্ছে না। বড়সড় দুর্ঘটনা এড়াতে তাই বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ওসকারসাম পরমাণু বিদ্যুৎ উৎপাদন কর্তৃপক্ষ জানিয়েছে, জেলিফিশদের সরিয়ে ফেলার চেষ্টা চলছে। এই পরমাণু বিদ্যুৎকেন্দ্র থেকে সুইডেনের দক্ষিণ-পূর্ব অঞ্চলে ১০ ভাগ বিদ্যুতের সরবরাহ করা হয়।

(দিরিপোর্ট২৪ডটকম/এইচএস/ এমডি অক্টোবর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

পরিবেশ প্রতিবেশ এর সর্বশেষ খবর

পরিবেশ প্রতিবেশ - এর সব খবর