thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সিরাজগঞ্জে পাওনা টাকার জেরে যুবক খুন

২০১৮ এপ্রিল ১৯ ০৮:৪৪:২৬
সিরাজগঞ্জে পাওনা টাকার জেরে যুবক খুন

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ পৌরসভার হোসেনপুর দক্ষিণ এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দর্পন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (১৮ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

নিহত দর্পন হোসেনপুর দক্ষিণ এলাকার মৃত আব্দুর রহমান মাস্টারের ছেলে।

স্থানীয়রা জানান, দর্পনের বড় ভাই রতনের কাছে একই এলাকার জোয়াদ আলীর ছেলে আরিফ হোসেন এক লাখ টাকা পেতেন। এর মধ্যে ৮০ হাজার টাকা পরিশোধ করেছিলেন রতন। বুধবার রাতে বাকী ২০ হাজার টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু রতন ওই টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় আরিফ ক্ষিপ্ত হন। এ সময় রতনের পরিবারের লোকজন এগিয়ে এলে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে আরিফ দর্পনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে দ্রুত তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ গণমাধ্যমকে জানান, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দর্পন নিহত হন। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর