thereport24.com
ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি 25, ১৩ মাঘ ১৪৩১,  ২৬ রজব 1446

পাওনা টাকা চাওয়ায় মালয়েশিয়ায় বাংলাদেশি খুন

২০১৮ এপ্রিল ১৯ ১১:০৩:২৮
পাওনা টাকা চাওয়ায় মালয়েশিয়ায় বাংলাদেশি খুন

দ্য রিপোর্ট ডেস্ক : মালয়েশিয়ায় এক প্রবাসী ইন্দোনেশীয় সন্ত্রাসীর হাতে বাংলাদেশি যুবক খুন হওয়ার খবর পাওয়া গেছে।

নিহত যুবকের নাম মো. নুরুল ইসলাম (৩১)। তিনি লক্ষ্মীপুর জেলার নুরুল্লাপুর আবিরপাড়ার বাসিন্দা।

প্রবাসীদের অভিযোগ, পাওনা টাকা চাওয়ার জের ধরে নুরুলকে চাপাতি দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে।

নুরুল ইসলাম কুয়ালালামপুরের কাছে কাজাং দুয়া এলাকায় নির্মাণাধীন একটি ভবনের কাছে তার ভগ্নীপতির দোকানে কাজ করতেন।

জানা গেছে, ইন্দোনেশিয়ার শ্রমিকরা নুরুলের দোকান থেকে বাকিতে মালামাল কিনতেন। রবিবার বিকেলে বাকি টাকা চাওয়ার জের ধরে এক ইন্দোনেশীয় নাগরিক নুরুল ইসলামকে চাপাতি দিয়ে কোপ দেয়। আহত নুরুল ইসলামকে কুয়ালালামপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় গত মঙ্গলবার বিকেলে মারা যান।

লাশ ময়নাতদন্তের জন্য বর্তমানে সেলায়াং হাসপাতালে রাখা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় থানায় হত্যা মামলা দায়ের করলে নির্মাণ প্রকল্পের সুপারভাইজারকে আটক করা হয়েছে। তবে ইন্দোনেশিয়ার নাগরিককে আটক করতে পারেনি পুলিশ।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যাকারীকে আটক ও বিচারের আওতায় আনতে বাংলাদেশ হাইকমিশনের তৎপরতা দাবি করছেন প্রবাসী বাংলাদেশিরা।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর