thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

২০১৮ এপ্রিল ১৯ ১২:২২:১৫
নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মো. মাসুম (২৬) নামের এক যুবক মারা গেছেন।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। মাসুম সোনারগাঁওয়ের কলাদরগা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

মাসুমের পরিবার সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেল নিয়ে কাজে বের হন মাসুম। সকাল ৮টার দিকে রাস্তায় তার মোটরসাইকেলে ধাক্কা দেয় ট্রাক। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর