thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

পারমাণবিক অস্ত্র পরীক্ষা বন্ধ ঘোষণা উ. কোরিয়ার

২০১৮ এপ্রিল ২১ ০৮:২৮:৩৫
পারমাণবিক অস্ত্র পরীক্ষা বন্ধ ঘোষণা উ. কোরিয়ার

দ্য রিপোর্ট ডেস্ক : সব ধরনের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জয় উন এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ’র বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

২১ এপ্রিল থেকে উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা ও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ থাকবে।

বিতর্কিত অস্ত্র পরীক্ষার জন্য কঠিন আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় জর্জরিত উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

গত বছরের নভেম্বর মাসে একটি সফল আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এটি যুক্তরাষ্ট্রের যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম। মূলত এ পরীক্ষার পর আন্তর্জাতিকভাবে বিপাকে পড়ে কিমের দেশ।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর