thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

রাজধানীতে ট্রাকের ধাক্কায় সেবিকা নিহত

২০১৮ এপ্রিল ২১ ০৮:৫৫:০৯
রাজধানীতে ট্রাকের ধাক্কায় সেবিকা নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডিতে ট্রাকের ধাক্কায় মাসুদা আক্তার (৩৫) নামে এক রিকশা আরোহী মারা গেছেন।

শুক্রবার (২০ এপ্রিল) রাতে সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মাসুদা মগবাজারের একটি ক্লিনিকে সেবিকা হিসেবে চাকরি করতেন।

মাসুদার স্বামী জামাল হোসেন জানান, এক সন্তান নিয়ে তারা পরীবাগ এলাকায় থাকেন। ধানমন্ডি থেকে রিকশায় বাসায় ফেরার পথে দুর্ঘটনায় তার স্ত্রীর মৃত্যু হয়েছে।

ধানমন্ডি থানা উপ-পরিদর্শক (এসআই) শাহ মিরাজ উদ্দিন গণমাধ্যমকে জানান, ধানমন্ডি শেখ জামাল মাঠ সংলগ্ন রাস্তায় রিকশা করে যাওয়ার সময় একটি ট্রাকের ধাক্কায় মাসুদার মৃত্যু হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর