thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

অবশেষে উদ্ধার হচ্ছে ডুবন্ত কয়লাবোঝাই কার্গো 

২০১৮ এপ্রিল ২১ ১২:০৩:৪৫
অবশেষে উদ্ধার হচ্ছে ডুবন্ত কয়লাবোঝাই কার্গো 

বাগেরহাট প্রতিনিধি : অবশেষে শুরু হয়েছে মোংলা বন্দরের হাড়বাড়িয়ায় ডুবন্ত কয়লাবোঝাই কার্গো জাহাজের উদ্ধারকাজ।

শনিবার (২১ এপ্রিল) ভোরে উদ্ধার তৎপরতা শুরু হলেও প্রচণ্ড স্রোতে এবং ঢেউয়ের কারণে তা বাধাগ্রস্ত হচ্ছে। ফলে থেমে থেমে চলছে উদ্ধারকাজ।

শুক্রবার (২০ এপ্রিল) বিকেলে উদ্ধারকাজের চেষ্টা চালালেও পানির প্রচণ্ড টান থাকায় ডুবন্ত জাহাজের কাছাকাছি অবস্থান নেওয়া সম্ভব হয়নি উদ্ধারকারী দলের।

উদ্ধারকারী প্রতিষ্ঠান হোসেন স্যালভেজের মালিক মো. সোহরাব মোল্লা গণমাধ্যমকে জানান, ভরা কাটালের কারণে নদীতে প্রচণ্ড ঢেউ ও স্রোত আছে। এ কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। ভরা কাটালে পানি বেশি হওয়ায় জাহাজটি ভাটার সময়ও দেখা যাচ্ছে না, সার্বক্ষণিক ডুবে থাকছে। তাই দুই-একদিন পর ভরা কাটাল শেষ হলে পানির স্রোত ও ঢেউ কমে আসবে এবং ভাটায় জাহাজটি দেখা যাবে। তখন কাজ করলে দ্রুত সময়ের মধ্যে কয়লা উত্তোলনসহ জাহাজ উদ্ধার করা সম্ভব হবে। সেসময় নিয়মিত কাজ করতে পারলে ৮-১০ দিনের মধ্যে সব কয়লা উত্তোলন করা সম্ভব হবে।

বনবিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো. শাহীন কবির গণমাধ্যমকে বলেন, নদী উত্তাল ও স্রোতের প্রচণ্ড টান থাকায় উদ্ধারে বিলম্ব ও ব্যাহত হচ্ছে।

প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল দিবাগত রাতে কয়লাবোঝাই কার্গো জাহাজটি সুন্দরবনের হাড়বাড়িয়া এলাকায় ডুবে যায়।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর