thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৪

২০১৮ এপ্রিল ২২ ০৭:৪৮:৩৩
গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৪

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে নৈশকোচের সঙ্গে বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ আহত হয়েছেন অন্তত ১৪ জন।

রবিবার (২২ এপ্রিল) ভোর রাতে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার পান্থপাড়ায় বকচর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ভিএস পরিবহন নামের একটি নৈশকোচ পঞ্চগড় যাচ্ছিল। কোচটি পান্থপাড়ার বকচর এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কোচ ও ট্রাক চালকসহ চারজন নিহত হন। এছাড়া, একই ঘটনায় শিশু ও নারীসহ আহত হয়েছেন ১৪ জন। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে শিশু ও নারী রয়েছে। তাদের মধ্যে দুই-তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নামও পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ হিসেবে ট্রাক চালকের ঘুমকে দায়ী করেন তিনি।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর