thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণের আসামি নিহত

২০১৮ এপ্রিল ২২ ১০:২০:৩৭
সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণের আসামি নিহত

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলা‌রোয়া উপ‌জেলায় পু‌লি‌শের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ সোহাগ হো‌সেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে।

শ‌নিবার (২১ এপ্রিল) দিনগত রাত ২টার দি‌কে উপ‌জেলার হিজল‌দি গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

এ সময় ঘটনাস্থল থেকে এক‌টি ওয়ান শ্যুটার গান ও এক রাউন্ড গু‌লি উদ্ধার ক‌রে‌ পু‌লিশ।

‌সোহাগ হো‌সেন উপ‌জেলার বোয়া‌লিয়া গ্রা‌মের শামসুর সরদা‌রের ছে‌লে।

কলা‌রোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার ঘটনাটি নিশ্চিত করে জানান, সোহাগের বিরুদ্ধে শনিবার বিকেলে তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় থানায় তাৎক্ষণিক মামলা রেকর্ড হয়। রাতে সোহাগকে গ্রেফতারে অভিযানে গেলে তিনি পুলিশকে আক্রমণের চেষ্টা করে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে তিনি নিহত হন। ঘটনাস্থল থেকে একটি ওয়ানশ্যুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশেরও দুই সদস্য আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

প্রসঙ্গত, শনিবার বিকেলে স্কুল থেকে ফিরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গেলে ওই শিশুকে ধর্ষণ করেন সোহাগ। এ ঘটনায় ওই শিশুর নানি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। শিশুটি বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর