thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির ৩ নেতার বৈঠক আজ

২০১৮ এপ্রিল ২২ ১০:৩৩:৩১
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির ৩ নেতার বৈঠক আজ

দ্য রিপোর্ট প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করতে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধিদল।

রবিবার (২১ এপ্রিল) বেলা ১১টায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হবে।

এ বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রতিনিধি দলের অন্য দুই সদস্য হলেন- ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

বিএনপি চেয়ারপারসনের প্রেসউইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পহেলা মে শ্রমিক দিবসে বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায়। বৈঠকে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা চাওয়া হবে।’

এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৯ মার্চ মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। বিভিন্ন দফতরে আবেদন করে অনুমতি না পেয়ে ২৭ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন দলটির এই তিন নেতা।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের বিএনপির প্রতিনিধি দলের প্রধান নজরুল ইসলাম খান বলেছিন, ‘সমাবেশের অনুমতির বিষয়ে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছি। যেহেতু ডিএমপি আমাদের অনুমতি দেন না, স্বরাষ্ট্রমন্ত্রীই তাদের সর্বোচ্চ প্রশাসন। তাই তার কাছেই আমরা একটি চিঠি দিয়েছি।’

পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমি বিষয়টি অবহিত হলাম। সমাবেশের অনুমতি দেয়ার এখতিয়ার ডিএমপি কমিশনারের। কোনো ধরনের নাশকতার আশঙ্কা না থাকলে, তারা অনুমতি দিবেন বলে আমি বিশ্বাস করি।’

তবে শেষ পর্যন্ত বিএনপিকে ওই সমাবেশ করার অনুমতি সরকারের পক্ষ থেকে দেয়া হয়নি।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর