thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

চীনে ড্রাগন নৌকা উল্টে নিহত ১৭

২০১৮ এপ্রিল ২২ ১১:৪১:৩৪
চীনে ড্রাগন নৌকা উল্টে নিহত ১৭

দ্য রিপোর্ট ডেস্ক : চীনে একটি নদীতে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রশিক্ষণকালে দুটি ড্রাগন নৌকা উল্টে ১৭ জন ডুবে নিহত হয়েছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া রবিবার এ খবর জানিয়েছে। খবর- রয়টার্সের।

টেলিভিশনের সম্প্রচারে দেখা যায়, শনিবার মাল্লাবোঝাই সরু একটি নৌকা গুইলিন শহরের কাছে একটি নদীর খরস্রোতা অংশে পৌঁছে। ঠিক একই সময় আরেকটি নৌকা ওই স্থানে পৌঁছালে দুটিই প্রবল স্রোতে উল্টে যায়। এতে নৌকা দুটিতে থাকা ১৭ মাল্লা নদীতে ডুবে মারা যান।

সিনহুয়া জানায়, নৌকা দুটিতে ৫৭ জন মাল্লা ছিলেন। তাদের অনেককে ২০০ জন উদ্ধারকারী উদ্ধারে সমর্থ হন। বাকি ১৭ জন পানিতে ডুবে মারা যান। উদ্ধার অভিযান রাত গভীর অবধি চলে।

সিসিটিভির খবরে বলা হয়, দুর্ঘটনাস্থলে নদীর দুটি প্রবাহ এসে মিলিত হওয়ায় সেখানে প্রবল স্রোত রয়েছে। নিহতরা অধিকাংশ লাইফ জ্যাকেট পরেননি। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর