thereport24.com
ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৭ রজব 1446

‘জেল কোড মেনে চিকিৎসকদের পরামর্শে খালেদার চিকিৎসা’

২০১৮ এপ্রিল ২২ ১৩:৫৭:০৫
‘জেল কোড মেনে চিকিৎসকদের পরামর্শে খালেদার চিকিৎসা’

দ্য রিপোর্ট প্রতিবেদক : কারাবন্দি খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিতে বিএনপি নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, জেল কোড মেনে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার (২২ এপ্রিল) সচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নে জবাবে এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তার (খালেদা জিয়া) চিকিৎসার বিষয়ে বলেছি, আমাদের যা যা করার তা করছি। সামনে যা প্রয়োজন হবে সেটাও আমরা করব। জেল কোড অনুযায়ী হবে, জেল কোডের বাইরে যদি কিছু করতে হয় সেটা আমরা পরামর্শ করে ব্যবস্থা করব। পরামর্শ হেচ্ছে ডাক্তারদের সঙ্গে পরামর্শ।’

তিনি বলেন, ‘তারা (বিএনপির দুই নেতা) ডায়াগনোসিসের (রোগ নির্ণয়) জন্য যে সব বিষয় বলেছেন, আমরা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সেসব ব্যবস্থা করব।’

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর