thereport24.com
ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৭ রজব 1446

দাফনের আগে নড়ে উঠল মৃত ঘোষিত শিশু

২০১৮ এপ্রিল ২৩ ১২:৪৩:২৮
দাফনের আগে নড়ে উঠল মৃত ঘোষিত শিশু

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকার আজিমপুর কবরস্থানে গোসল করানোর সময় চিৎকার করে নড়েচড়ে উঠেছে মৃত ঘোষিত এক নবজাতক। কবরস্থানের গোসলের ঘরে গায়ে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে নড়েচড়ে ওঠে এবং চিৎকার করে ওঠে।বেঁচে যাওয়ানবজাতকটির নাম মীম।

সোমবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটে।

এর আগে এর আগে সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এই মেয়ে নবজাতকটিকে মৃত ঘোষণা করা হয়।

মীমেরমামা পুলিশ সদস্য শরিফুল ইসলামঢাকা মেডিকেল কলেজ থেকে মৃত ঘোষিত নবজাতককে দাফনের জন্য আজিমপুর নিয়ে আসেন। পরে কবরস্থানের মোহরার হাফিজুল ইসলাম নবজাতককে গোসল করাতে গোসলখানায় পাঠান।

গোসলখানায় নবজাতকের গায়ে পানি ঢালতেই নবজাতকটি মৃদু নড়েচড়ে ওঠে। চোখে ভুল দেখছেন ভেবে আবার পানি ঢালতেই দেখেন শ্বাস-প্রশ্বাস ওঠানামা করছে নবজাতকটির। সে সময় তিনি দৌড়ে এসে জানালেন নবজাতকটি বেঁচে আছেন।

আজিমপুর গোরস্থানের কবর পরিচর্যাকারী দিপু গণমাধ্যমকে জানান, আসলেই অবিশ্বাস্য। রাখে আল্লাহ মারে কে। তিনি আরও বলেন,তাকে আজিমপুর মেটারনিটি থেকে আগারগাঁওয়ের শিশু হাসপাতালে নেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল, ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর