thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

পাবনায় বাড়ির ছাদে ছাত্রলীগ কর্মীর গলা কাটা লাশ

২০১৮ এপ্রিল ২৪ ১০:২৪:৫২
পাবনায় বাড়ির ছাদে ছাত্রলীগ কর্মীর গলা কাটা লাশ

পাবনা প্রতিনিধি : পাবনায় নিজ বাড়ির ছাদ থেকে শাহেদ হাসান শুভ (৩১) নামের এক ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ এপ্রিল) সকাল ৭টার দিকে জেলা শহরের পৌর এলাকার নারায়ণপুরে এ ঘটনা ঘটে।

নিহত শাহেদ হাসান শুভ ওই এলাকার আরশেদ আলমের ছেলে।

নিহত শুভর বড় ভাই অ্যাডভোকেট সোহেল হাসান জানান, নিজ বাড়ির পাশেই ছোট ভাই শুভকে পরিবারের পক্ষ থেকে রড সিমেন্টের দোকান করে দেওয়া হয়। প্রতিদিন দোকানের কাজ শেষ করে একটু রাত করেই বাড়ি ফেরেন শুভ। মঙ্গলবার সকালে শুভকে নিজ ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তারা। এক পর্যায়ে বাড়ির ছাদে শুভর গলা কাটা মরদেহ দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

অ্যাডভোকেট সোহেল আরো জানান, শুভ কিছুদিন আগেও ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। পরিবারের চাপে রাজনীতি ছেড়ে পুরোপুরি ব্যবসায় মন দেন। এতে ক্ষুব্ধ হয়ে কেউ তাকে হত্যা করতে পারে।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুল হক জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তবে কি কারণে শুভকে হত্যা করা হয়েছে, তা নিশ্চিত হতে পুলিশী তদন্ত চলছে।

এ ঘটনায় পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর