thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১

২০১৮ এপ্রিল ২৪ ১৩:৩৬:১৯
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মঞ্জুমা খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ এপ্রিল) সকাল সোয়া ১১টার দিকে উপজেলার রঘুনাথপুর বাসস্ট্যাণ্ডে একটি সিমেন্ট বোঝাই ট্রাকের নীচে চাপা পড়ে তিনি নিহত হন।

নিহত মঞ্জুমা খাতুন রঘুনাথপুর গ্রামের বসু উল্লাহ পাটোয়ারির স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান খান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়,মঙ্গলবার সকাল সোয়া ১১ টার দিকে যশোর থেকে সিমেন্ট বোঝায় একটি ট্রাক (যশোর ট ১১-৩৭৪৯) কালীগঞ্জের দিকে আসছিল। ট্রাকটি ওই স্থানে পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় বৃদ্ধা মঞ্জুমা খাতুন ট্রাকের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান জানান, রাস্তা পার হওয়ার সময় রঘুনাথপুরে ট্রাকের নীচে চাপা পড়ে এক বৃদ্ধা নিহত হয়েছে। হাইওয়ে পুলিশ ট্রাকটি আটক করেছে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর