thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

মিরপুরে অগ্নিদগ্ধে শিশুর মৃত্যু, মা-বাবা দগ্ধ

২০১৮ এপ্রিল ২৫ ০৮:৫৭:৪০
মিরপুরে অগ্নিদগ্ধে শিশুর মৃত্যু, মা-বাবা দগ্ধ

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মিরপুরে একটি ভবনে গ্যাসের লাইন বিস্ফোরণে দগ্ধ হয়ে তামীম নামে সাত মাসের এক শিশু মারা গেছে। গুরুতর দগ্ধ হয়েছে ওই শিশুর বাবা মানিক (৩৫) ও মা মিনা (২৮)। তাদের দুজনের শরীরের ৮০ ভাগের বেশি পুড়ে গেছে।

দগ্ধ অবস্থায় শিশু তামিমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে মিরপুর ১১ নম্বরের ৩ নম্বর সড়কের একটি পাঁচতলা ভবনের নিচতলায় বিস্ফোরণ ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ইন্সপেক্টর মিজানুর রহমান বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনে ফুটো থাকায় এই বিষ্ফোরণ হয়েছে।

দগ্ধ তিনজনকে প্রথমে স্থানীয় ইসলামীয়া হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দায়িত্বরত চিকিৎসক জানান, মানিক ও মিনার শরীরের ৮০ শতাংশের বেশি দগ্ধ হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, আগুনে পুড়ে যাওয়া শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। শিশুটি সম্পূর্ণ পুড়ে কয়লা হয়ে গেছে। দগ্ধ মনিরের ৮৫ শতাংশ ও তার স্ত্রী মিনার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর