thereport24.com
ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল 24, ১৫ বৈশাখ ১৪৩১,  ২০ শাওয়াল 1445

চুয়াডাঙ্গায় ৩২০ পিস স্বর্ণের বার আটক

২০১৮ এপ্রিল ২৫ ১৯:০৫:১৫
চুয়াডাঙ্গায় ৩২০ পিস স্বর্ণের বার আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনা নাস্তিপুর সীমান্তে ৩২০ পিস স্বর্ণের বার (প্রায় ৩৭ কেজি) জব্দ করেছে বিজিবি-৬ এর সদস্যরা। এ সময় তিন স্বর্ণ পাচারকারী পালিয়ে যায়।

বুধবার দুপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এসব স্বর্ণের বার আটক করা হয়।

চুয়াডাঙ্গা বিজিবি-৬ এর পরিচালক লে ক ইমাম হাসান জানান, সুলতানপুর ক্যাম্প কমান্ডার বিরেন্দ্র সেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন দুপুরে বিপুল পরিমাণ স্বর্ণসহ একদল পাচারকারী ভারতের বিজয়পুর থেকে নাস্তিপুর সীমান্তের বিপরীতে মাথাভাঙ্গা নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এটা জেনেই বিরেন্দ্র তার টহল দল নিয়ে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পাচারকারী অভিযান বুঝতে পেরে তাদের সঙ্গে থাকা ব্যাগ রেখে মাথাভাঙ্গা নদী সাঁতরে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ১৬ কোটি টাকা।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর