thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

সন্তান ও স্ত্রীর পর না ফেরার দেশে বাবা

২০১৮ এপ্রিল ২৬ ০৯:৩৪:৩৬
সন্তান ও স্ত্রীর পর না ফেরার দেশে বাবা

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মিরপুরে একটি বাসায় গ্যাস লাইন বিষ্ফোরণ থেকে অগ্নিকাণ্ডে সন্তান ও স্ত্রীর মৃত্যুর পর এবার না ফেরার দেশে চলে গেলেন বাবা মানিক মিয়া (৩৫)।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মানিক মারা যান।

আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল এ বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন।

তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল বলে চিকিৎসক জানিয়েছেন।

গত মঙ্গলবার রাত ১২টার দিকে মিরপুরের একটি পাঁচতলা ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনজন দগ্ধ হয়। তিনজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সাত মাসের শিশু তামিম মারা যায়। গতকাল বুধবার দুপুর ২টার দিকে মারা যান তামিমের মা মিনা বেগম (২৮)।

মিরপুরের ১১ নম্বর সেকশনের এ ব্লকের ৪ নম্বর রোডের পাঁচতলা বাসার নিচতলায় সপরিবার থাকতেন মানিক।

ডা. পার্থ শংকর পাল জানান, মিনার শরীরের ৮৫ শতাংশই পুড়ে গেছিল।

মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবদুল্লাহ আরেফিন জানান, ধারণা করা হচ্ছে, বাসার গ্যাস পাইপলাইন ছিদ্র হয়ে এই আগুন লাগে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর