thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

মৌলভীবাজারে অগ্নিকাণ্ড ঘুমন্ত মা-মেয়ের মৃত্যু

২০১৮ এপ্রিল ২৬ ১০:০১:৪৭
মৌলভীবাজারে অগ্নিকাণ্ড ঘুমন্ত মা-মেয়ের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগর উপজেলায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একই পরিবারের এক কলেজছাত্র।

বুধবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভুজবলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রোকেয়া বেগম (৫০) এবং তাঁর মেয়ে শাহীন বেগম (২০)। শাহীন মৌলভীবাজার সরকারি কলেজে স্নাতক (সম্মান) শ্রেণির শেষবর্ষের ছাত্রী।

এ সময় আহত হয়েছেন রোকেয়ার ছেলে মুন্না আজিজ (১৯)। তিনি একটি কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্র। তাকে গুরুতর অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকালে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল ভৌমিক গণমাধ্যমকে জানান, রোকেয়া বেগমের স্বামী কয়েক বছর আগে মারা গেছেন। ছেলে-মেয়েকে নিয়ে তিনি ওই বাড়িতে বসবাস করতেন। বুধবার রাতে ওই বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর